কী-ওয়ার্ড ইন্টেন্ট
ওয়েব সাইটে বিভিন্ন ধরণের ব্লগিং , ফ্রীল্যান্সিং, ডিজিটাল মার্কেটিংসহ অন্যান্য ওয়েব নির্ভর কাজ করতে হলে 'কী ওয়ার্ড' সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অতীব জরুরী। আজকে আমরা 'কী ওয়ার্ড' সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে সবিস্তর আলোচনা করবো।
কী ওয়ার্ড কী
'কী ওয়ার্ড' হলো এমন কিছু শব্দ বা বাক্যাংশ যা লিখে সাধারণত আমরা বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করে থাকি এবং একটি সার্চ রেজাল্ট পায়। যেমন গুগল সার্চ বারে যদি লেখা হয় ' বাংলাদেশের রাজধানীর নাম' এবং সার্চ করা তাহলে একটি রেজাল্ট পাওয়া যাবে। এখানে ' বাংলাদেশের রাজধানীর নাম' হচ্ছে কী ওয়ার্ড।
কী ওয়ার্ড এর প্রকারভেদ
কী ওয়ার্ড দুই প্রকার। যথা- ১) শর্ট টেইল কী ওয়ার্ড এবং ২) লং টেইল কী ওয়ার্ড। সাধারণত এক বা দুই শব্দ বিশিষ্ট কী ওয়ার্ডকে শর্ট টেইল কী ওয়ার্ড বলে। অপরপক্ষে দুই এর অধিক শব্দ বিশিষ্ট কী ওয়ার্ডকে লং টেইল কী ওয়ার্ড বলে।
কী-ওয়ার্ড ইন্টেন্ট
আমরা যে উদ্দেশ্য সামনে রেখে বিভিন্ন শব্দ ব্যবহার করে সার্চ করি সেই উদ্দেশ্যকে কী-ওয়ার্ড ইন্টেন্ট বলে। কোন কী-ওয়ার্ড কোন ক্যাটাগরিতে পড়ে বা পড়বে সেইটাই হলো কী-ওয়ার্ড ইন্টেন্ট । কী-ওয়ার্ড ইন্টেন্ট চার প্রকার। ১) ইনফরমেশনাল কী-ওয়ার্ড , ২) নেভিগেশনাল কী-ওয়ার্ড , ৩) কমার্সিয়াল কী-ওয়ার্ড এবং ৪) ট্রাঞ্জেকশনাল কী-ওয়ার্ড ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url